স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের জন্য দুঃসংবাদ। আগামী জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় তারা পাবে না নেইমারকে। গত অক্টোবরে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েন। ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লাসমার মঙ্গলবার এই খবর নিশ্চিত করেন।
উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঁ হাঁটুতে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। দুই সপ্তাহ পর অস্ত্রোপচার করা হয়।
কোপা আমেরিকা শুরু হতে এখনও ছয় মাস বাকি। আগামী ২০ জুন শুরু হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। তবুও নেইমারের ফেরার সম্ভাবনা নেই।
মঙ্গলবার ব্রাজিলের রেডে ৯৮-কে লাসমার বলেছেন, ‘বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। দ্রুত সুস্থ হতে পদক্ষেপগুলো এড়িয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনও মানে নেই। আমাদের আশা ইউরোপে ২০২৪ মৌসুমের শুরুতে ফেরার জন্য প্রস্তুত থাকবে সে, যেটা আগস্টে। ৯ মাসের আগে তার ফেরার ব্যাপারে কথা বলা বোকামি। হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচারের পর সেরে উঠতে সারা বিশ্বেই এমন সময় লাগে। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে লম্বা সময় পর আশা করি সে আবারও সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করতে পারবে।’
মানে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতাকে পাওয়া যাবে না। ‘ডি’ গ্রুপে তারা কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা ও হন্ডুরাসের প্লে অফ বিজয়ীর সঙ্গে খেলবে।
আপনার মতামত লিখুন :