আশ্রয় ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত গোলে হারের পর এই যন্ত্রণা লেবানন ম্যাচ দিয়ে ভুলতে চেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। লেবাননের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণ গড়েও লক্ষ্যভেদ করা যায়নি। বিরতিতে যেতে হয়েছে গোলশূন্য ড্র নিয়ে।
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে একাদশে চার পরিবর্তন রেখে খেলা শুরু করে বাংলাদেশ। মোরসালিন, শাকিল, ইসা ও সোহেল রানা একাদশে জায়গা করে নেন। তাদের উপস্থিতিতে শুরুর দিকে লেবানন চাপিয়ে খেলার চেষ্টা করে। রক্ষণ ঠিকঠাক রেখে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে সময় নেয়নি বাংলাদেশ। গোলের সুযোগ তৈরি করেছিল বেশি মোরসালিন-ফাহিমরা। তবে ফিনিশিংয়ের অভাবে গোল হয়নি। এছাড়া লেবাননের ডিফেন্ডাররা দারুণ খেলছেন। ম্যাচ ঘড়ির ১০ মিনিটের সময় বাংলাদেশ প্রথম সুযোগ পায়। মোরসালিনের ক্রসে ফাহিম জায়গা মতো পৌঁছতে পারেননি। পারলে হয়তো গোলের সুযোগ ছিল। ২৪ মিনিটে জামালের কর্নারে বিশ্বনাথের হেড গোলকিপারের হাতে জমা পড়ে। পরের মিনিটে শেখ মোরসালিনের পাসে মোহাম্মদ সোহেল রানা বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যে শট নেওয়ার আগেই ডিফেন্ডার ক্লিয়ার করেন। ৩৩ মিনিটে ফাহিমের ক্রসে মোরসালিন ঠিকমতো জায়গা পৌঁছতে পারেননি। যদিও অনেকটা ফাঁকায় ছিলেন। ৪৫ মিনিটে বাংলাদেশের আরও একটি প্রচেষ্টা এক ডিফেন্ডার ক্লিয়ার করে স্বাগতিকদের এগিয়ে যেতে দেয়নি।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।
আপনার মতামত লিখুন :