চার বছর আগের হার নিয়ে ভাবছেন না রোহিত


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ৩:২২ অপরাহ্ন /
চার বছর আগের হার নিয়ে ভাবছেন না রোহিত

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে নকআউট ম্যাচ মানেই যেন ভারতের পরাজয়। আগের পরিসংখ্যানগুলো বলছে সেই কথা। নিয়তি আবারও দুই দলকে নকআউটে মুখোমুখি করছে। চার বছর আগে বিরাট কোহলির ভারত বৃষ্টিস্নাত সেমিফাইনালে ১৮ রানে হেরে যায়। বুধবারের ম্যাচের আগে বারবার উঠে আসছে সেই হারের কথা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেসব নিয়ে ভাবছেন না।

এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। তারা খেলছে ঘরের মাঠে। লিগ পর্বের ৯ ম্যাচের সবগুলো জিতেছে তারা। স্বাভাবিকভাবেই ফেভারিট মেন ইন ব্লুস। তবে নকআউটে প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, তখন পা হড়কানোর আশঙ্কা থেকে যাচ্ছে। বিশেষ করে ২০১৯ সালে ম্যানচেস্টারে সেমিফাইনালে পরাজয় নিয়ে আলোচনা হচ্ছে।

রোহিত কিন্তু দুশ্চিন্তায় নেই, ‘অতীতে যা ঘটেছে, সেটা আপনার মনের মধ্যে থাকতে পারে। আমি মনে করি না ১০ বা ৫ বছর আগে কিংবা শেষ বিশ্বকাপে কী ঘটেছিল সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে।’