চোখে কী হয়েছিল সৌম্যর?


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন /
চোখে কী হয়েছিল সৌম্যর?

আশ্রয় ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড গড়া ইনিংসের (১৬৯) পর তৃতীয় ম্যাচে বল হাতেও জ্বলে উঠেছিলেন সৌম্য সরকার। ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন। কিউইদের ৯৮ রানে অলআউট করে পরে ব্যাট হাতে অবদান রাখার পূর্বেই চোখের সমস্যায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। 

অ্যাডাম মিলনে ও জ্যাকব ডাফির প্রথম দুই ওভারের পুরোটা খেলে মাত্র ৩ রান করতে পারেন সৌম্য। মাঝে চোখের সমস্যায় ভুগতে দেখা যায় তাকে। পঞ্চম ওভারে ফিজিওকে মাঠে ডেকে চোখে ড্রপ দেন। তাতেও সমস্যা দূর না হওয়ায় ১৬ বলে ৪ রান করে সৌম্য রিটায়ার্ড হার্ট হয়েছেন। তখনও জানা যায়নি আসল কারণ। পরে বিভিন্ন সূত্রে জানা গেছে, তখন সৌম্যর চোখে পোকা ঢুকে গিয়েছিল। সমস্যা সমাধানে কিছু সময়ও নিয়েছিলেন তিনি। কিন্তু নানাভাবে পানি ঢেলে, আইড্রপ দিয়ে কয়েকবারের চেষ্টাতেও চোখ থেকে পোকা সরাতে পারেননি। বাধ্য হয়ে তাই মাঠ ছেড়ে গেছেন।    

অবশ্য প্রয়োজন পড়লে পরে মাঠে নামার পূর্ণ প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু এনামুল বিজয় (৩৭) ও নাজমুল হোসেন (৫১*) শান্তর ম্যাচ জেতানো ব্যাটিংয়ে তাকে কষ্ট করে মাঠে নামার প্রয়োজন হয়নি।