জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়


Assroy প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ৩:০৪ অপরাহ্ন /
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়

আশ্রয় ডেস্ক

জাকির হাসানের বিস্ফোরক ব্যাটিংয়ের প্রাইম ব্যাংক ৩৪১ রান করে। বড় রানপাহাড় গড়ার পর তাদের বোলারদের তোপের মুখে পড়ে ৪৬.৩ ওভারে ২৩০ রানে অলআউট হয় শাইনপুকুর। ১১১ রানের বিশাল জয় পায় তামিম-মুশফিকদের প্রাইম ব্যাংক।

বিকেএসপির তিন নম্বর মাঠে ৩৪২ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় শাইনপুকুর। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা অমিত হাসানই যা লড়াই করেছেন। এক প্রান্ত আগলে রেখে তিনি কেবল সতীর্থদের আসা যাওয়ার মিছিল লম্বা হতে দেখেছেন। ১২৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। অন্য ব্যাটারদের ব্যর্থতায় ৪৭তম ওভারে ২৩০ রানে অলআউট হয় শাইনপুকুর।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে পেসার হাসান মাহমুদ সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া নাজমুল অপু নেন তিনটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন। শাহাদাত হোসেন দিপু ও জাকির হাসান মিলে দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন। দিপু ৩৭ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। এরপর মুশফিকও সাত রানের বেশি করতে পারেননি। পরে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১১২ এবং সাব্বির রহমানকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন জাকির। এই দুই জুটিতেই মূলত বড় সংগ্রহের ভিতটা হয়ে যায় প্রাইম ব্যাংকের। মিঠুন ৫৪ ও সাব্বির ৪০ রানে আউট হলেও জাকির পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি। ১৩২ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি।  লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন জাকির। ১৬ ছক্কায় শীর্ষস্থানে আছেন সৌম্য সরকার।

শাইনপুকুর বোলারদের মধ্যে তুষার মিয়া ও আকবর আলী দুটি করে উইকেট নিয়েছেন। আকবর মূলত উইকেট কিপিং করলেও আজ বোলিং করেছেন।