টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখিয়ে উগান্ডার ইতিহাস, ব্যর্থ জিম্বাবুয়ে


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ১২:১৩ অপরাহ্ন /
টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখিয়ে উগান্ডার ইতিহাস, ব্যর্থ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে উগান্ডা। ছিটকে গেছে জিম্বাবুয়ে।

বাছাইয়ে উগান্ডার জন্য সমীকরণটা ছিল সহজ। জয় পেলেই বিশ্বকাপ নিশ্চিত তাদের। সেই কাজটা তারা করেছে শেষ রাউন্ডের ম্যাচে রুয়ান্ডাকে হারিয়ে। শুরুতে রুয়ান্ডাকে ব্যাট করতে পাঠিয়ে তাদের ১৮.৫ ওভারে ৬৫ রানে বেঁধে ফেলে উগান্ডা। জবাবে ৮.১ ওভারেই জয় নিশ্চিত হয়েছে তাদের। 

জিম্বাবুয়ের জন্য অবশ্য সমীকরণটা ছিল জটিল। নাইজেরিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হতো উগান্ডা ম্যাচের ফলাফলের দিকে। কিন্তু উগান্ডা জিতে যাওয়ায় সমীকরণ এখন আর কাজে দিচ্ছে না। তাতে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। 

সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ বাছাইয়ে ভাগ্যহত বলতে হবে জিম্বাবুয়েকে। ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। তার পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায়। তখন সরকারের হস্তক্ষেপে তারা আইসিসির শাস্তির মুখে পড়েছিল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড পার হলেও অবস্থান ছিল তলানীতে। দ্বিতীয় রাউন্ডে ৫ ম্যাচে জিততে পারে মাত্র একটি ম্যাচ। যার ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারায় তারা। খেলতে হয় বাছাই পর্ব।

সেই বাছাইয়ে শুরুটা বাজে হওয়াতেই বিপদে পড়ে তারা। নামিবিয়ার কাছে হারে ৭ উইকেটে। তার পর শীর্ষ দুইয়ে থাকতে সবগুলো ম্যাচ জিততে হতো। কিন্তু তানজানিয়াকে হারাতে পারলেও তৃতীয় ম্যাচে ৫ উইকেটে হারে উগান্ডার কাছে। যে হারে এটা নিশ্চিত হয় যে, বাছাই ভাগ্যটা আর হাতে নেই জিম্বাবুয়ের।