তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন /
তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি

আশ্রয় ডেস্ক

বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব নিয়েছিলেন সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, ওয়ানডে বিশ্বকাপের পর একদিনের জন্যও তাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে না। বোর্ডও জানিয়েছিল, বিশ্বকাপ পর্যন্তই তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। যদিও এক মাসের ব্যবধানে উল্টো সুরে কথা বলছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

মঙ্গলবার ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব প্রসঙ্গে কথা বলেছেন। সেখানেই তিনি বলেছেন, ‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে, আপনারা এটা জানেন। এটার মধ্যে বর্তমানে সে সব সংস্করণের অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সেই অধিনায়ক। এখন সামনের সংস্করণগুলো সে অধিনায়ক থাকবে কি থাকবে না, এরকম কোনও প্রশ্ন উঠেনি। নিজেও জানে যে সে এখনো অধিনায়ক।’

গতকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাকিব জানিয়েছিলেন, জাতীয় দলের খেলাতে নজর দেওয়ার জন্য আর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন না। তার এমন মন্তব্যে বিসিবি ভীষণ খুশি, ‘এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো সংস্করণ আছে, সেখানে আমাদের দেশের জন্য খেলুক। এটাই আমাদের কামনা।’