আশ্রয় ডেস্ক
বিশ্ব দাবা ও জিমন্যাস্টিকসে আজারবাইজান ভালো করে আসছে। এই দুই খেলাতে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করার আগ্রহ দেখিয়েছে আজারবাইজানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফরিদ গায়িবভ।
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে সচিবালয়ে তার সৌজন্য সাক্ষাতে এমন আশ্বাস মিলেছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের নিবিড় সংযোগ রয়েছে।’
আজারবাইজানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফরিদ গায়িবভ বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আন্তরিক, ‘দাবা ও জিমন্যাস্টিকসে আজারবাইজান দল অত্যন্ত শক্তিশালী। তাদের খেলোয়াড়দের উন্নত অবকাঠামোগত সুবিধাসহ উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে খেলাধুলার উন্নয়নে আজারবাইজান সরকার দুই দেশের মধ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে অভিজ্ঞ কোচ, অফিসিয়াল ও খেলোয়াড়দের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করতে আগ্রহী।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :