দুই সেরার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৯:০২ পূর্বাহ্ন /
দুই সেরার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সেরা দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। পার্থক্য হচ্ছে ভারত এখনও অপরাজিত। আজ তাদের হারাতে পারলে টেবিলে শীর্ষে উঠবে প্রোটিয়া দল। কিন্তু ভারত সেটি হতে দিতে চায় না। টুর্নামেন্টে আগে ব্যাট করলে প্রোটিয়ারা কত ভয়ঙ্কর সেটা বাভুমারা প্রমাণ করেছে। তাই টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ভারত।

ইডেন গার্ডেনসে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে রোহিত শর্মারা। ভারতের অধিনায়ক রোহিত টসের পর বলেছেন, পিচটা দেখে ভালো্ মনে হয়েছে। তবে মূল কাজটা আসলে দলীয় নৈপুণ্যের ওপর নির্ভর করছে।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন, তারাও শুরুতে ব্যাট করতে চাইতেন। প্রোটিয়া দলে আজ একটি পরিবর্তন। কোয়েটজের বদলে এসেছেন শামসি। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।