দুর্দান্ত ফিল্ডিংয়ে নেদারল্যান্ডসকে দুইশ করতে দেয়নি আফগানিস্তান


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন /
দুর্দান্ত ফিল্ডিংয়ে নেদারল্যান্ডসকে দুইশ করতে দেয়নি আফগানিস্তান

লখনউতে আফগানিস্তান দুর্দান্ত ফিল্ডিংয়ের প্রদর্শন করলো। বিশেষ করে উইকেটের পেছনে থাকা ইকরাম আলিখিল দেখালেন তার অবিশ্বাস্য পারফরম্যান্স। তাতে দারুণ শুরু করা নেদারল্যান্ডস ছন্দ হারায়। ডাচরা গুটিয়ে যায় ১৭৯ রানে। 

ইনিংসের পঞ্চম বলেই ওয়েসলি বারেসি (১) মুজিব উর রহমানের কাছে এলবিডব্লিউ। ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যান দারুণ প্রতিরোধ গড়লেন। আর কোনও উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৬ রান তোলে ডাচরা। বড় স্কোরের আভাস দিচ্ছিল এই জুটি। কিন্তু দুর্দান্ত ফিল্ডিংয়ে তাদের বিচ্ছিন্ন করে আফগানিস্তান।

ও’ডাউড দ্বিতীয় রান নিতে গিয়ে আজমতউল্লাহ ওমরজাইয়ের সরাসরি থ্রোতে রান আউট হন। ৪০ বলে ৯ চারে ৪২ রান করেন ডাচ ওপেনার। ভাঙে ৭০ রানের জুটি।

১৯তম ওভারে পরপর দুটি রানআউটে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনে বড় ধাক্কা লাগে। দলীয় ৯২ রানে কিপার ইকরাম আলিখিলের ক্ষিপ্রতায় অ্যাকারম্যান (২৯) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ডাক মারেন।

স্কোর একশ থেকে তিন রান দূরে থাকতে বাস ডি লিডকে (৩) ইকরামের ক্যাচ বানান মোহাম্মদ নবী। আফগান উইকেটকিপার এদিন ছিলেন নিজের সেরা ফর্মে। সাকিব জুলফিকার (২) কট বিহাইন্ড হন, লোগান ফন বিককে (৩) স্টাম্পিং করেন ইকরাম।

একপ্রান্ত আগলে রেখে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করা সাইব্রান্ড এঙ্গেলব্রেখট স্কোর দেড়শ পার করতেই প্যাভিলিয়নে ফেরেন। তাকেও থামতে হয় ইকরামের দক্ষতায়। ৮৬ বলে ৬ চারে ৫৮ রানে এঙ্গেলব্রেখটকে রান আউট করেন তিনি।  

নুর আহমেদ নিজের দ্বিতীয় উইকেট পান রুলফ ফন ডার মারউইকে (১১)। ৪৭তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবী নেদারল্যান্ডসের শেষ উইকেট তুলে নেন। পল ফন মিকেরেনের (৪) বিরুদ্ধে আফগান স্পিনারের এলবিডব্লিউর আাবেদনে আম্পায়ার সাড়া দেন। তবে ডাচ ব্যাটার উইকেট বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে রিভিউ নেন। লাভ হয়নি। দুইশর বেশ আগেই অলআউট নেদারল্যা্ন্ডস।