আশ্রয় ডেস্ক
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা নারী ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুইজন। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকি নভেম্বরের সেরার দৌড়ে যোগ দিয়েছেন। তাদের দুজনের লড়াই হবে পাকিস্তানের সাদিয়া ইকবালের সঙ্গে।
অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সিরিজ খেলেছিল দুই দল। দুটোতেই ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জয়ের পেছনে বড় অবদান দুই ক্রিকেটার নাহিদা ও ফারজানার। এই কারণে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তারা।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হন ফারজানা। করেন ১১৩ বলে ৬২ রান। নভেম্বরে তিন ওয়ানডে খেলে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে তিনি করেন ১১০ রান, যা নভেম্বরে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান।
এছাড়া নাহিদা সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে হয়েছিলেন ওয়ানডের সিরিজ সেরা। নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট তার। শেষ ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।
পুরুষ ক্রিকেটারদের মধ্যে নভেম্বরের সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ শামি। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।
আপনার মতামত লিখুন :