বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে বিশ্বকাপ দলের সদস্য হতে পারেননি তামিম ইকবাল। আগামী ১১ নভেম্বর শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ। তারপর ঢাকা ও সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল। এই সিরিজেও তামিমকে পাওয়া যাচ্ছে না, বিসিবি সূত্রে জানা গেছে তেমনটাই।
আগামী ২৮ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই চলমান জাতীয় লিগে খেলছেন। কিছু ক্রিকেটার আছেন বিশ্বকাপ দলে। কিন্তু তামিম জাতীয় লিগ খেলছেন না। প্রায় দুই মাসেরও বেশি ক্রিকেটের বাইরে অভিজ্ঞ এই ওপেনার। এই অবস্থায় তাকে দলেও নেওয়ারও সুযোগ নেই। যদিও জানা গেছে তামিম টেস্ট সিরিজে না খেলার বিষয়টি নিজেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, ‘সে (তামিম) টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।’
এদিকে ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে সাকিবেরও। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। পুরোপুরি সুস্থ হতে চার সপ্তাহের মতো লাগবে। এই অবস্থায় কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে ভারত বিশ্বকাপের। টুর্নামেন্ট শেষ হওয়ার দুই দিনের মধ্যেই বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। সিলেটে প্রথম টেস্ট হলেও শেষ ম্যাচ মিরপুরে শুরু হবে ৬ ডিসেম্বর। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আপনার মতামত লিখুন :