নিষেধাজ্ঞা তুলে নিতে আইসিসিকে শ্রীলঙ্কা অধিনায়কের আকুতি


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ২:৫০ অপরাহ্ন /
নিষেধাজ্ঞা তুলে নিতে আইসিসিকে শ্রীলঙ্কা অধিনায়কের আকুতি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের হতাশা নিয়ে দেশে ফেরার পরই শ্রীলঙ্কাকে সবচেয়ে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে। দেশের ক্রিকেট প্রসাশনে সরকারের হস্তক্ষেপের কারণে তাদের নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। মাথায় যেন বাজ পড়েছে ক্রিকেটারদের। দ্রুত মাঠে ফিরতে চান তারা, তাদের হয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে আইসিসিকে আকুতি জানিয়েছেন অধিনায়ক কুশল মেন্ডিস।

কলম্বোতে মেন্ডিস বলেছেন, ‘এটা আমাদের পেশা এবং আমরা কিছু না করে ঘরে বসে থাকতে পারি না। আমরা অনুশীলন শুরু করতে চাই কারণ সামনের বছর বেশ কিছু সফর আছে।’

বিশ্বকাপে ভারতের কাছে শ্রীলঙ্কার অসহায় আত্মসমর্পণের পর পুরো ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করেন ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে। বোর্ডের দায়িত্ব দেন অন্তর্বর্তীকালীন কমিটিকে। আদালত পুনরায় আগের বোর্ডকে ফেরালেও প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারণে গত শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি।

মেন্ডিস বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে এসবের ওপর আমাদের নিয়ন্ত্রণ ছিল না। অধিনায়ক হিসেবে আমি শুধু এটার (নিষেধাজ্ঞা) অপসারণ আশা করি, যেন আমরা আবার আমাদের খেলা শুরু করতে পারি।’

টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেছেন, শ্রীলঙ্কার খেলোয়াড়দের স্বাভাবিক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আলোচনা হয়েছিল এবং তাদের ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে বলা হয়েছে।’