পুরো দলের কাছ থেকে পারফরম্যান্স চান শান্ত


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন /
পুরো দলের কাছ থেকে পারফরম্যান্স চান শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে শরিফুল ইসলাম বল হাতে দারুণ শুরু এনে দিয়েছিলেন। সেটা ধরে রাখতে পারেননি অন্য বোলাররা। আর দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন সৌম্য সরকার। তার অনবদ্য ইনিংস বিফলে গেছে অন্য ব্যাটারদের ব্যর্থতায়। দুটোতেই হার দেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আরেকবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। শনিবার বাংলাদেশ সময় ভোরের ম্যাচে এক বা দুজন নয়, পুরো দলের কাছ থেকে পারফরম্যান্স চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের মাটিতে কখনও সাদা বলের ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতলে ইতিহাস গড়ার সুযোগ। তাতে হোয়াইটওয়াশও এড়ানো যাবে। সেই লক্ষ্যে মাঠে নামবে দল। শান্ত প্রথম দুই ম্যাচের কয়েকটি দারুণ ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসা করলেও জানালেন, অন্যরাও পারফর্ম করলে ফল তাদের পক্ষে থাকতো।

তবে এখনই আশা হারাচ্ছেন না অধিনায়ক, ‘আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছিল। কিন্তু দলের কাছ থেকে আমাদের আরেকটু বেশি দরকার, বড় জুটি। আমি এখনও বিশ্বাস করি তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আমি প্রতি ম্যাচকে একটি সুযোগ হিসেবে দেখি। আমি বিশ্বাস করি আমরা নতুন করে ইতিহাস লেখতে পারবো।’

শরিফুল ও সৌম্যর সঙ্গে রিশাদ হোসেনেরও প্রশংসা করেছেন শান্ত। নেলসনে অভিষিক্ত হন এই লেগস্পিনার। অধিনায়ক বললেন, ‘দ্বিতীয় ম্যাচে সৌম্য সেঞ্চুরি করেছিল। রিশাদ তার অভিষেকে বল হাতে দারুণ স্পেল করেছে। শরিফুলের নতুন বলের স্পেলও ভালো ছিল। তাই ইতিবাচক ব্যাপারও আছে। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, আমি মনে করি আমরা জিততে পারবো।’