ফখরের সেঞ্চুরির পর বৃষ্টিতে পাকিস্তানের নতুন লক্ষ্য


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ১:০২ অপরাহ্ন /
ফখরের সেঞ্চুরির পর বৃষ্টিতে পাকিস্তানের নতুন লক্ষ্য

রাচিন রবীন্দ্রর একাধিক রেকর্ড গড়া কীর্তি ব্যর্থতায় ম্লান হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান করার পর বৃষ্টি তাদের পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল। স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে বৃষ্টি নামার আগে পাকিস্তান ২১.৩ ওভারে করে ফেলে ১৬০ রান, মাত্র এক উইকেট হারিয়ে। ওই সময় ডিএলএস মেথডে ১০ রানে এগিয়ে ছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ড এক ঘণ্টা পর ভালো খবর পায়। আবার শুরু হয়েছে খেলা। কাটঅফ করা হয়েছে পাকিস্তানের ইনিংস, ৪১ ওভারে তাদের করতে হবে ৩৪২ রান।

৪০২ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান দ্বিতীয় ওভারে আব্দুল্লাহ শফিককে হারায়। টিম সাউদি তাকে ৪ রানে ফেরান। কেন উইলিয়ামসন দুর্দান্ত ক্যাচ নেন।

এরপর ক্রিজে আধিপত্য করেন বাবর আজম ও ফখর জামান। ৩৯ বলে ফিফটি করা ফখর এরই মধ্যে তিন অঙ্কের ঘরে পৌঁছে গেছেন। ৬৩ বলে বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি।

বাবর অপরাজিত আছেন ৪৭ রানে। ম্যাচের কাটঅফ টাইম ধরা হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। চিন্নাস্বামী স্টেডিয়ামে পানি নিষ্কাষণের ব্যবস্থা বেশ ভালো হলেও আকাশে মেঘের খেলা নিউজিল্যান্ডকে অস্বস্তিতে রেখেছে।