ফিফার কোটি টাকায় হাজারো ফুটবলারদের নিয়ে উৎসব


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ১:২০ অপরাহ্ন /
ফিফার কোটি টাকায় হাজারো ফুটবলারদের নিয়ে উৎসব

আশ্রয় ডেস্ক

সারা দেশে ব্যক্তি উদ্যোগে প্রায় দুইশ একাডেমি আছে যেগুলো বাফুফের তালিকাভুক্ত। সেই একাডেমিগুলো নিয়ে প্রথমবারের মতো একটি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

ফিফার অর্থায়নে এই টুর্নামেন্টের ড্র ও সংবাদ সম্মেলন হয়ে গেছে আজ বৃহস্পতিবার। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এই টুর্নামেন্টের বিস্তারিত সম্পর্কে বলেছেন, ‘আমাদের তালিকাভুক্ত একাডেমিগুলোর এন্ট্রি আহবান করেছিলাম। এর মধ্যে ১৭০ টি একাডেমি টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। খেলবে হাজারো ফুটবলার। ২৪ জোনে (অঞ্চলে ) এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মাধ্যমে আমরা মেধাবী ফুটবলারদের এলিট একাডেমিতেও জায়গা দিতে পারবো।’ 

১৯ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামে এই একাডেমি টুর্নামেন্ট শুরু হবে। ১৯ জেলার ২৪টি স্থানে ১৭০টি দল গ্রুপ ভিত্তিকভাবে টুর্নামেন্টটি খেলবে। ২৪ জোনের ২৪ চ্যাম্পিয়ন একাডেমি নক আউট পর্ব খেলবে। সেই নকআউটে বিজয়ী ১২ একাডেমি উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্ব একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১২ দল দুই গ্রুপে বিভক্ত হবে। প্রতি দল চূড়ান্ত পর্বে পাঁচ ম্যাচ খেলার পর দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। তারপর হবে ফাইনাল। 

এই ফরম্যাটে টুর্নামেন্ট সম্পন্ন করতে ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের আওতায় ফিফা থেকে কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছে বাফুফে। ১৭০ একাডেমিকে অংশগ্রহণ ফি হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে একাডেমি দল পাবে ৫০ হাজার করে। টুর্নামেন্টে বয়স চুরি রোধে ফেডারেশন জন্ম নিবন্ধনকেই ভিত্তি হিসেবে ধরছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনি ব্যস্ততার মধ্যে এই টুর্নামেন্টকে আরেকটি উৎসব হিসেবে মনে করা হচ্ছে।

মেধাবী খেলোয়াড় বাছাইয়ের পর নতুন বছর থেকে এলিট একাডেমিতে তাদের অনুশীলনের সুযোগ দেওয়া হবে। সেখানে আসার কথা রয়েছে নতুন ইংলিশ কোচেরও।