‘ফুটবলে কীভাবে কামব্যাক করতে হয়, আমার জানা আছে’


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ২:৪৯ অপরাহ্ন /
‘ফুটবলে কীভাবে কামব্যাক করতে হয়, আমার জানা আছে’

এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ঢাকায় আসার পথে বিমানবন্দরে মদ নিয়ে ধরা পড়েন বসুন্ধরা কিংসের তিন ফুটবলার। তদন্ত শেষে কিংস থেকে নানান মেয়াদে ফুটবলারদের শাস্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে শেখ মোরসালিন জরিমানা দিয়ে জাতীয় দলে ফিরেছেন। বাকিদের মধ্যে ডিফেন্ডার তপু বর্মণ নিজের মতো করে অনুশীলন করে যাচ্ছেন।

আগামী ডিসেম্বর পর্যন্ত তপুর নিষেধাজ্ঞা রয়েছে। যদিও এই শাস্তি কাটিয়ে মাঠে ফিট হয়ে ফেরার চেষ্টায় অবিচল তিনি। এর জন্য ব্যক্তিগতভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তপুর দৃঢ়প্রত্যয়ী মনোভাব প্রকাশ পেয়েছে। 

এর আগে পায়ের লিগামেন্টে চোটের কারণে দুইবার খেলা থেকে অনেক দিন বাইরে ছিলেন। তবে প্রত্যেকবারই দারুণভাবে ফিরে এসেছিলেন। এবারও প্রত্যাশা তেমন কিছুর। তপু লিখেছেন, ‘ফুটবলে কামব্যাক কীভাবে করতে হয় আমার জানা আছে। দুই দুইটা ইনজুরিকে হারিয়ে ক্লাব এবং জাতীয় দলে ফেরত এসে পারফর্ম করেছি। আমি আবার নতুনভাবে ফেরত আসবো, ক্লাব এবং দেশকে আমার সেরাটাই দেবো।’

এর জন্য সবাইকে তার পাশে থাকার জন্য আহ্বানও জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার, ‘ফুটবলের সাথে থাকবো, খেলা নিয়ে আমার প্রচেষ্টার কোনোদিন ঘাটতি থাকবে না। আশা করি সবাই আমার পাশে থাকবেন।’