বাংলাদেশের বিপক্ষে কিউইদের প্রস্তুতি ম্যাচে নেই মূল দলের কেউ 


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন /
বাংলাদেশের বিপক্ষে কিউইদের প্রস্তুতি ম্যাচে নেই মূল দলের কেউ 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড একাদশ। ১২ সদস্যের সেই স্কোয়াডে অবশ্য মূল দলের কাউকে রাখা হয়নি। 

বেশির ভাগ সদস্যই নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট স্কোয়াডের। যার নেতৃত্বে থাকছেন প্রথম শ্রেণির অভিজ্ঞ ক্রিকেটার ভরত পোপলি। ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর বার্ট সাটক্লিফ ওভালে।  তার পর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর ডানেডিনে।  

নিউজিল্যান্ড একাদশ: ভরত পোপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জোই ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাকে, সন্দীপ প্যাটেল, নিকিতা পেরেরা, বেন পোমারে, সামার্থ সিং, কুইন সুন্ডে ও জামাল টড।