বার্সার এমন জয়ে খুশি হতে পারেননি জাভি


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ৩:০১ অপরাহ্ন /
বার্সার এমন জয়ে খুশি হতে পারেননি জাভি

স্পোর্টস ডেস্ক

বছরটা পয়েন্ট হারানোর শঙ্কা নিয়ে শেষ করতে যাচ্ছিল বার্সেলোনা। তলানির দল হয়েও আলমেরিয়া তাদের চোখ রাঙাচ্ছিল। পরে শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান দল। তাতে লা লিগায় বছরটা জয় দিয়েই বার্সা শেষ করেছে। 

প্রথমার্ধে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। কিন্তু বেশির ভাগ সুযোগ তারা নষ্ট করেছে। ৩৩ মিনিটে রাফিনহা বার্সাকে এগিয়ে নিলেও ৪১ মিনিটে বাপতিস্তাওর গোল সমতা ফেরায় আলমেরিয়াকে। দ্বিতীয়ার্ধে সের্জি রবের্তো ৬০ মিনিটে আবারও স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ৭১ মিনিটে গঞ্জালেসের গোল সমতা ফেরালে পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসে। ৮৩ মিনিটে অবশ্য তাদের উদ্ধার করেছেন রবের্তোই। জোড়া গোলে নিশ্চিত করেছেন বার্সার জয়।  

অবশ্য এভাবে ভোগার কথা ছিল না বার্সার। বার্সা কোচ জাভি হার্নান্দেসও আক্ষেপ করেছেন ম্যাচের পর। নিজের অসন্তুষ্টির কথা গোপন করেননি, ‘আমরা ৩০টির মতো শট নিয়েছি। উপহার দিয়েছি দুটি গোলও! প্রথমার্ধটা কোনওভাবেই আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। দ্বিতীয়ার্ধেও বলতে হবে আমরা ব্যর্থ হয়েছি অনেকবার। বলা যায় আমরা এমনটা করছি একমাস ধরেই। দলটা নিজেকে হারিয়ে ফেলেছে। গত মৌসুমে যেটা তাদের ছিল। কোনও আগ্রাসন কিংবা মনোযোগও দেখছি না।’

সব প্রতিযোগিতা মিলে তিন ম্যাচ পর কাতালানরা জয়ের ধারায় ফিরেছে। পয়েন্ট টেবিলে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন তিনে।