বিশ্বকাপ পর্যন্তই ছিল মেয়াদ, এখন কী করবেন দ্রাবিড়?


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১২:২৫ অপরাহ্ন /
বিশ্বকাপ পর্যন্তই ছিল মেয়াদ, এখন কী করবেন দ্রাবিড়?

স্পোর্টস ডেস্ক

যে প্রত্যাশা নিয়ে রাহুল দ্রাবিড় ভারতের কোচ হয়েছিলেন সেটা পূরণ হয়নি। তাদের হৃদয় ভেঙে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। চুক্তি অনুযায়ী এই বিশ্বকাপ পর্যন্তই দ্রাবিড়ের মেয়াদ ছিল। যেটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গতকাল। দ্রাবিড় অবশ্য ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু জানাতে পারছেন না।

দ্রাবিড়ের ভবিষ্যৎ প্রসঙ্গ এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের আলোচনায় আসেনি। যেহেতু টুর্নামেন্ট ছিল চলমান অবস্থায়। তার এই দুই বছরের মেয়াদে ভারত দুটি আইসিসি ইভেন্টের ফাইনাল ও একটি সেমিফাইনাল খেলেছে। চলমান মেয়াদ শেষে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে তিনি শুধুই একটি ফরম্যাটে কোচিং করাবেন কিনা। জবাবে দ্রাবিড় কোনও ধরনের অঙ্গীকার করতে পারেননি, ‘আসলে বিষয়টা নিয়ে এখনও ভাবিনি। মাত্রই তো একটি ম্যাচ শেষ করলাম। এই মুহূর্তে বিষয়টা নিয়ে ভাবার সময় কিংবা বিবেচনা করার সময় আমার হাতে নেই। ভাববো যখন সময় করে উঠতে পারবো।’

দ্রাবিড় আরও জানিয়েছেন, আপাতত বতর্মান ক্যাম্পেইন নিয়েই ভাবছেন, ‘এখন আমি এই বিশ্বকাপ ক্যাম্পেইনে মনোযোগ রেখেছি। এছাড়া আমার ভাবনায় আর কিছু নেই। ভবিষ্যতের কথা যদি বলেন সেটা নিয়ে এখনও ভাবিনি।’

৫০ বছর বয়সী সাবেক অধিনায়ক আরও মনে করেন, এই দুই বছরের মূল্যায়ন করার দায়িত্ব তার নিজের নয়, ‘আসলে ব্যক্তি হিসেবে নিজেকে বিচার কিংবা মূল্যায়ন করার বিষয়টি আমার কাজ নয়। আমি ভারতের সঙ্গে কাজ করে গর্ববোধ করি। গত দুই বছর যে দলটার সঙ্গে কাজ করেছি, মনে হয় আমার জন্য সেটা ছিল বিশেষ কিছু।’