‘ভুল’ কাউকে নয়, আসল ক্রিকেটারকেই কিনেছে পাঞ্জাব 


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ২:৫৭ অপরাহ্ন /
‘ভুল’ কাউকে নয়, আসল ক্রিকেটারকেই কিনেছে পাঞ্জাব 

স্পোর্টস ডেস্ক 

আইপিএল নিলামে ‘ভুল’ ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে ভেবে নাটকীয় ঘটনাই ঘটলো এই কয়দিন। মঙ্গলবার দুবাইয়ে শেষ দিকে অবিক্রীতদের থেকে সফলভাবে শশাঙ্ক সিংকে দলে নেয় পাঞ্জাব কিংস। তার পর হঠাৎ করে পাঞ্জাবের দুই মালিক প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়ার মাঝে দেখা দেয় দ্বিধা-দ্বন্দ্ব। তারা নিলাম পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগরকে জানান, এই খেলোয়াড়কে কিনতে চাননি তারা। ভুল কাউকে কিনেছেন! 

পাঞ্জাব শশাঙ্ককে ২০ লাখ রুপিতে কিনেছিল। ওই সময় তারা নিলাম পরিচালনাকারীকে অনুরোধ করেন শশাঙ্ককে ফিরিয়ে নিতে। কিন্তু হাতুড়ির ঘায়ের পর সেটা সম্ভব ছিল না। বিষয়টা নিয়ে তুমুল আলোচনাও হয়েছে পরে যে ভুল কাউকে কিনেছে পাঞ্জাব। কিন্তু কিংস অবশেষে বুধবার বিবৃতিতে জানিয়েছে, যা হয়েছে সেটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। ওই খেলোয়াড় সব সময়ই তাদের টার্গেট লিস্টে ছিলেন, ‘আসলে ভুল বোঝাবুঝিটা হয়েছে তালিকায় দুটি খেলোয়াড়ের একই নাম থাকার কারণে। কিন্তু আমরা তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত। আশা করি সে আমাদের সাফল্যে ভূমিকা রাখবে।’

পরে ওই খেলোয়াড় শশাঙ্ক সিংও প্ল্যাট ফর্ম এক্সে স্বস্তি প্রকাশ করে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আসলে সবই ঠিক আছে… আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।’

এটা ঠিক তালিকায় শশাঙ্ক সিং নামে আরেকজনও ছিলেন। প্রথম দিকে তার নাম ডাকা হলেও অবিক্রীত থাকেন তিনি। শেষ দিকে দুই শশাঙ্ককে নিলামে ডাকা হয় কাছাকাছি সময়ের ব্যবধানে। শুরুতে স্থানীয় সময় রাত ৭ টা ৪৫ মিনিটে বাঙলার ক্রিকেটার শশাংক সিংয়ের নাম উঠে। অবিক্রীত থেকে যান তিনি। তার পর রাত ৭টা ৫০ মিনিটে নাম উঠে আরেক শশাঙ্ক সিংয়ের। এই অলরাউন্ডারকেই কিনেছে পাঞ্জাব। তিনি মূলত ছত্তিশগড়ের খেলোয়াড়। আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। শশাঙ্কের বেলায় শুধু পাঞ্জাবই হাত তুলেছিল। অন্য কেউ হাত না তোলায় ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় পাঞ্জাব।