স্পোর্টস ডেস্ক
চলতি বিশ্বকাপে বিরাট কোহলির দ্বিতীয় সেঞ্চুরির তাৎপর্য অনেক বেশি। শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে এখন তিনিও সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির মালিক। ৩৫তম জন্মদিনে এই কীর্তি গড়ে প্রশংসায় ভাসছেন কোহলি। ভারতীয় ব্যাটিং তারকাকে এদিন দেখতে ২৫ বছর বয়সী মনে হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিকের।
কোহলি এখন অপেক্ষায় শচীনকে ছাড়িয়ে যাওয়ার। বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক নিজেই চেয়েছেন, চলতি আসরে ডানহাতি ব্যাটার ৫০তম সেঞ্চুরি করে ফেলুক। এদিকে কোহলির ফিটনেস দেখে বিস্ময় লুকাতে পারেননি মালিক।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে বলেছেন, ‘তার শারীরিক ফিটনেস অন্য লেভেলের। আজ (রবিবার) সে তার ৩৫তম জন্মদিন পালন করলো, কিন্তু যখন সে উইকেটের এপ্রান্ত ওপ্রান্ত দৌড়াচ্ছিল, মনে হয়েছে সে ২৫ বছর বয়সী খেলোয়াড়। সুতরাং শারীরিক ফিটনেস খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনাকে কোহলির মতো ধারাবাহিক করে তুলবে। সে ৫০ ওভার ফিল্ডিং করেও দারুণভাবে ব্যাট করতে পারে।’
কোহলির প্রশংসায় মালিক বলেন, ‘কোহলির প্রশংসায় কোনও শব্দ যথেষ্ট নয়। সে যোগ্য হিসেবে গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়েছে। কিন্তু একটি মজার ব্যাপার হলো, তার সেঞ্চুরি দলকে ম্যাচ জেতায়, এটাই আসল।’
আপনার মতামত লিখুন :