মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ১২:০৮ অপরাহ্ন /
মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’

আশ্রয় ডেস্ক

ঢাকা টেস্টের প্রথম দিনে অদ্ভুত এক আউট হয়ে সমালোচনায় মুশফিকুর রহিম। ৭২ বছর আগে হাত দিয়ে বল ধরে ‘হ্যান্ডলড দ্য বল’আউট হয়েছিলেন স্যার লেন হাটন। তবে ক্রিকেটের নিয়মে এখন আর ‘হ্যান্ডলড দ্য বল’ আউটটি আর নেই। এটিকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’আউট হিসেবেই বিবেচিত করা হয়। এই আউটের সর্বশেষ শিকার হয়েছিলেন মাইকেল ভন। বুধবার হাত দিয়ে মুশফিকের এভাবে বল ধরাকে একেক জন একেক ভাবে ব্যাখ্যা করেছেন। তবে দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ এসে জানিয়েছেন, ব্যাটিংয়ের ফ্লোতেই হাত দিয়ে বল ধরে ফেলেছেন অভিজ্ঞ মুশফিক।

বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে কাইল জেমিসনের চতুর্থ বল পেছনের পায়ে গিয়ে মুশফিক ডিফেন্স করতে গিয়েছিলেন। বল মাটিতে পড়ে পেছনের দিকে যাচ্ছিল, যদিও সেটি স্টাম্পের কাছে ছিল না। তার পরেও মুশফিক হাত দিয়ে তা রুখে দিয়েছেন। তাতেই ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’  আউট হয়ে অনাকাঙ্ক্ষিত ইতিহাসের অংশ হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। মুশফিকের এভাবে বল ধরা নিয়ে মিরাজ বলেছেন, ‘দেখেন, এটা তো ইচ্ছেকৃতভাবে হয় না। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। কিন্তু জেনেশুনে কেউ কখনও আউট হতে চায় না। এটা ফ্লোতে খেলতে গিয়ে এরকম হয়ে গেছে।’

মিরাজ আরও যোগ করে বলেছেন, ‘আপনি দেখেন, খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছুতে থাকে। আমার কাছে মনে হয়, এটা তো ফ্লোতে হয়ে গেছে।’

ইচ্ছাকৃত ভাবে কোনও ব্যাটারই এই ধরনের কাজ করবেন না বলে দাবি মিরাজের, ‘একটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টামড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, এটা তো আপনি দেখেন ফ্লোতে হয়ে গেছে। আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে, না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, ইচ্ছাকৃতভাবে করেনি। ’

ধারাভাষ্যকক্ষে তামিম ইকবালও এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত তামিমের কথার সুরই মিললো মিরাজের কণ্ঠে। ধারাভাষ্য কক্ষে তামিমের ব্যাখ্যা ছিল, ‘অনুশীলনে অনেক সময় বল ডিফেন্স করে হাত দিয়ে বোলার প্রান্তে ব্যাটাররা পাঠিয়ে থাকেন। সেই অভ্যাস থেকে অবচেতন মনে এমনটি হয়ে থাকতে পারে।’