যেভাবে নকআউটে পিএসজি 


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ২:১৬ অপরাহ্ন /
যেভাবে নকআউটে পিএসজি 

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে যদি, কিন্তুর ওপর টিকে ছিল পিএসজির নকআউট ভাগ্য। শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেই শেষ ষোলো নিশ্চিত ছিল তাদের। সেক্ষেত্রে ড্র করলে বা হারলে বিপদ। তখন তাকিয়ে থাকতে হতো এসি মিলান-নিউক্যাসল ম্যাচের দিকে। কিন্তু পিএসজি ডর্টমুন্ডের সঙ্গে ১-১ ড্র করেও শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা। সেটা সম্ভব হয়েছে ভাগ্যের স্পর্শ থাকায়। অপর ম্যাচে পিছিয়ে পড়েও এসি মিলান ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাতে দুইয়ে থাকা নিশ্চি হয়েছে ফরাসি জায়ান্টদের। 

প্রথমার্ধটা গোল শূন্য থাকলেও পিএসজি-ডর্টমুন্ড বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। ৫১ মিনিটে ডেডলক ভাঙেন ডর্টমুন্ডের কারিম আদেয়ামি। পিএসজি বলের দখল হারালে সুযোগ লুফে নেন তিনি। সফরকারীরা অবশ্য পাঁচ মিনিট বাদেই তৎপর হয়ে উঠে সমতা আদায় করে নিয়েছে। কিলিয়ান এমবাপ্পের দারুণ নৈপুণ্যে বল পেয়ে জাল কাঁপান ওয়ারেন জাইরে এমেরি। ৭৬ মিনিটে আরেকটি গোল পেতে পারতো পিএসজি। কিন্তু কিলিয়ান এমবাপ্পের শট বাতিল হয় অফসাইডে। 

শুরুতে স্বাগতিকদের সুযোগ ছিল বেশি। পরে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় পিএসজি। এই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ডর্টমুন্ড। ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ পিএসজি।