রাজনীতির মাঠে থেকেও দলের খোঁজ রাখছেন সাকিব


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন /
রাজনীতির মাঠে থেকেও দলের খোঁজ রাখছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে নিউজিল্যন্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে নেই সাকিব আল হাসান। তিনি আপাতত রাজনীতির মাঠে ব্যস্ত। গতকাল রবিবার আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। এই মুহূর্তে তার ব্যস্ততা নির্বাচনকে ঘিরেই। এর মাঝেও ফোন করে দলের খোঁজ নিয়েছেন তিনি, জানিয়েছেন শুভ কামনা। আজ সোমবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, অধিনায়ক সাকিবকে তিনিসহ দলের প্রত্যেক খেলোয়াড় মিস করবেন। 

নিয়মিত অধিনায়ক ভোটের মাঠে, খেলার মাঠে কতটুকু মিস করবেন, যেহেতু প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করছেন, তার সঙ্গে একটু পরামর্শ করার ব্যাপার ছিল কি না? সাংবাদিকের করা এই প্রশ্নে শান্তর জবাব, ‘হ্যাঁ, সাকিব ভাইকে তো অবশ্যই মিস করবো। আমার মনে হয়, প্রত্যেক খেলোয়াড়ই মিস করবে। গতকাল (রবিবার) রাতে ফোন করেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, আমরা যে জিনিসটা পারি, ওটাই যেন করি। এরকমই কথা হয়েছে।’

গতবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর সকল আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবারে সেই আলো সাকিবের দিকে। মাশরাফির পথ ধরে এবার এই অলরাউন্ডারও নিজের অধিনায়কত্ব থাকাকালে সংসদ নির্বাচনে অংশ নিতে চলেছেন। মাগুরা-১ আসনে তিনিই এখন আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী। 

দীর্ঘদিন জাতীয় দলে একে অন্যের সতীর্থ ছিলেন। এবার রাজনীতির মাঠেও একে অন্যের সঙ্গী হলেন দুজনে। এমন দিনে নিজের সতীর্থ সাকিবকে শুভকামনা জানাতে ভুল করেননি মাশরাফি। মুজিব কোট পরা সাকিবের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোম মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন, ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা… শুভকামনা নেতা।’