রেফারির দিকে আঙুল তুললেন ব্রুজন


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১২:৫১ অপরাহ্ন /
রেফারির দিকে আঙুল তুললেন ব্রুজন

আশ্রয় ডেস্ক

এএফসি কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র হলেই নক আউট পর্ব নিশ্চিত ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু ওডিশা এফসির বিপক্ষে বিতর্কিত এক পেনাল্টিতে হয়েছে সর্বনাশ।  দ্বিতীয়ার্ধে ১০জন নিয়ে খেলে এক গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে। ম্যাচের পর এমন বিতর্কিত পেনাল্টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কিংস কোচ অস্কার ব্রুজন।

এই পরাজয়ে টানা তৃতীয়বার বসুন্ধরাকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে নিলো। রাতে ব্রুজন বলেছেন, ‘আমি এই ম্যাচের কোন টেকনিক্যাল অ্যানালিসিস করতে চাই না। খেলার বৃহত্তর স্বার্থে শুধু অনুরোধ করবো এএফসি যাতে বাংলাদেশের এই দলটার সঙ্গে এএফসি কাপে যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে। ঘরের মাঠে আগের ম্যাচের পর আমরা রেফারির নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেছিলাম- যে রেফারি আমাদের অগ্রযাত্রা থামাতে চেয়েছেন। তবে সেই ম্যাচে আমার ছেলেরা অসাধারণভাবে ফিরে এসে ম্যাচ জিতেছিল।’

এরপরই যোগ করে ব্রুজন আরও বলেছেন, ‘তবে আজ…। আমি আবারও বলছি, এএফসির অবশ্যই রেফারির বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত। এখানে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথমত হতে পারে অর্থনৈতিক ব্যাপার। দ্বিতীয়ত কারও কর্তৃক নির্দেশিত হয়ে এমনটা করেছে। এটাই এই ম্যাচ নিয়ে আমার বক্তব্য। এছাড়া আর কিছু বলতে চাই না, ধন্যবাদ।’

এই ম্যাচ খেলে আজ রাতে ডাকা ফিরছে মোরসালিন-রাকিবরা।