স্পোর্টস ডেস্ক
অতীত ইতিহাস বদলানোর মিশনে অস্ট্রেলিয়া গিয়েছিল পাকিস্তান। কিন্তু পার্থে ভাগ্য বদল হয়নি সফরকারীদের। প্রথম টেস্টে অজিদের কাছে ৩৬০ রানের ব্যবধানে হেরে শুরু করেছে টেস্ট সিরিজ। তাতে অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৫তম টেস্ট হারের লজ্জা পেয়েছে শান মাসুদরা।
চতুর্থ দিনে ২ উইকেটে ৮৪ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক দল। তার পর ৫ উইকেটে ২৩৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। তাতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫০ রানে। শেষ ইনিংসে এত রান করে জেতার নজির গড়তে পারেনি কেউ। ফলে ইতিহাস গড়তে হতো সফরকারীদের। কিন্তু পরে সেই রানের পাহাড়েই পিষ্ট হয়েছে বাবর আজমরা। ৩০.২ ওভারে অলআউট হয়ে গেছে ৮৯ রানে।
অজিদের জয়ের দিনটি আবার নাথান লায়নের জন্য ঐতিহাসিকও। তৃতীয় সেশনের মাঝামাঝি সময়েই অস্ট্রেলিয়ার জয়টা চূড়ান্ত হয়ে যায়। ফাহিম আশরাফকে এলবিডাব্লিউতে ফিরিয়ে অষ্টম টেস্ট বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক পূরণ করেন লায়ন। তার পর আমের জামালকে ফিরিয়ে এই টেস্টে তুলে নেন পঞ্চম উইকেট। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেছেন সৌদ শাকিল।
এই ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দিতে ১৩ রানে তিনটি উইকেট নিয়ে সেরা ছিলেন জশ হ্যাজেলউড। ৩১ রানে তিনটি নিয়েছেন মিচেল স্টার্কও। ১৪ রানে নাথান লায়ন নেন দুটি। একটি নিয়েছেন প্যাট কামিন্স।
আপনার মতামত লিখুন :