লেবাননের বিপক্ষে ফিরেছেন মোরসালিন, একাদশে চার পরিবর্তন


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ২:৪২ অপরাহ্ন /
লেবাননের বিপক্ষে ফিরেছেন মোরসালিন, একাদশে চার পরিবর্তন

আশ্রয় ডেস্ক

ফিফা বিশ্বকাপ বাছাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে একটু পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ লেবানন। এই ম্যাচে লাল সবুজ দলের একাদশে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। মদকাণ্ডে নিষিদ্ধ থাকায় প্রাক বাছাইয়ে মালদ্বীপ ম্যাচে বাইরে থাকতে হয়েছিল তাকে। এছাড়া একাদশে আরও তিন পরিবর্তন হয়েছে। 

দুই হলুদ কার্ডের কারণে রাকিব হোসেন ও সাদ উদ্দিন আজ খেলতে পারছেন না। অস্ট্রেলিয়া ম্যাচে খেলেছিলেন ডিফেন্ডার হাসান মুরাদ। আজ তার জায়গায় খেলছেন শাকিল হোসেন। আরেক ডিফেন্ডার ইসা ফয়সালও আছেন। সবশেষ মজিবর রহমান জনির জায়গায় ফিরেছেন মোহাম্মদ সোহেল রানা। 

কোচ হাভিয়ের কাবরেরা যথারীতি ৪-৪-২ ছকে খেলানোর সম্ভাবনা রয়েছে। 

সবশেষ লেবাননের বিপক্ষে বাংলাদেশ হার দেখে। সাফ চ্যাম্পয়িনশিপে ভারতের বেঙ্গালুরুতে ২-০ গোলে হারে লাল সবুজ দল। এবার অবশ্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে দল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ,  ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা,  মোহাম্মদ হৃদয়, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।