আশ্রয় ডেস্ক
সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ দল কিছুটা আগে ভাগেই দক্ষিণ আফ্রিকায় গেছে। এক সপ্তাহ ধরে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অনুশীলন করেছে নিগার সুলতানারা। এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। রবিবার সন্ধ্যায় শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। বেনোনিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে মাঠের লড়াই।
রবিবারের পর আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কিম্বার্লিতে। তৃতীয় টি-টোয়েন্টি একই ভেন্যুতে ৮ ডিসেম্বর। এরপর ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনি-আলাদা আলাদা তিনটি ভেন্যুতে বাংলাদেশ স্বাগতিকদের মুখোমুখি হবে।
ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।
আপনার মতামত লিখুন :