সাকিবের বদলে বিশ্বকাপ দলে বিজয়


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ২:৫১ অপরাহ্ন /
সাকিবের বদলে বিশ্বকাপ দলে বিজয়

ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার বদলে শেষ ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংসের সময় ব্যাটিং করতে গিয়ে আঙুলে আঘাত পান সাকিব। তাতে তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অধিনায়ক। এক্স-রে রিপোর্টে তার আঙুলের চিড় ধরা পড়েছে। এই কারণে আজ মঙ্গলবার ভারত থেকে দেশে ফিরে আসছেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সাকিবের বদলি হিসেবে উড়িয়ে নেওয়া হচ্ছে বিজয়কে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের এই পরিবর্তনে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

সাকিবের বদলি হিসেবে টপ অর্ডার ব্যাটার বিজয়কে বেছে নেওয়ার আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে প্রধান নির্বাচককে ফোন করা হলেও ধরেননি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের ব্যর্থতার কারনেই টপ অর্ডারে বিজয়কে নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়ের খেলার সম্ভাবনা অনেক।

অথচ বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না বিজয়। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরেও প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়েন ডানহাতি এই ব্যাটার। ২০১৫  বিশ্বকাপে দারুণ ফর্ম নিয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে গিয়েছিলেন বিজয়। কিন্তু ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে দেশে ফিরতে বাধ্য হন। তার বদলে ওপেনিংয়ে সুযোগ পাওয়া সৌম্য সরকার ভালো করায় জাতীয় দলে তার ফেরাটা বিলম্বিত হয়। এরপর খেই হারিয়ে জাতীয় দল থেকে দূরে সরে যান। তারপরও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে কয়েক দফায় জাতীয় দলে ফিরলেও থিতু হতে পারেননি। ৮ বছর আগে ইনজুরিতে বিশ্বকাপ ময়দান ছাড়তে হলেও এবার আরেক জনের ইনজুরিতে বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে বিজয়ের ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ৪২ ইনিংসে ২৯.৪৫ গড়ে তার রান ১২৫৮। ৩টি সেঞ্চুরি ছাড়াও তার আছে ৫টি হাফ সেঞ্চুরি। চলমান জাতীয় লিগে ব্যাট হাতে ছন্দে আছেন তিনি।