সাকিব-লিটনকে রেখে দেয়নি কলকাতা


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ১২:২৭ অপরাহ্ন /
সাকিব-লিটনকে রেখে দেয়নি কলকাতা

স্পোর্টস ডেস্ক

ধারণা করা হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স রেখে দেবেন সাকিব আল হাসানকে। কিন্তু হতাশ হতে হলো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। তাকে ছেড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

একই দলে গত আসরে ছিলেন লিটন দাস। তাকেও রাখেনি কলকাতা। এনিয়ে গত আইপিএলে দল পাওয়া তিন বাংলাদেশির কাউকেই ধরে রাখালো না তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগে মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

২০২৩ আইপিএলে দল পেলেও শুরুতেই সাকিব জানিয়ে দেন, তিনি খেলবেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন। তবে লিটন ভারতে পা রেখেছিলেন। প্রথমবার আইপিএলে সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি এই ওপেনার। এক ম্যাচে সুযোগ পেয়ে মাত্র চার রান করেন।

কলকাতা সাকিব ও লিটন ছাড়া আরও চার বিদেশিকে ছেড়ে দিয়েছে। তারা হলেন- লকি ফার্গুসন, টিম সাউদি, জনসন চার্লস ও ডেভিড উইজ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে পরিচিত নাম শার্দুল ঠাকুর ও উমেশ যাদবকে। এছাড়া মানদীপ সিং, নারায়ণ জগদিশান কুলওয়ান্ত কেজরলিয়া ও আরিয়া দেসাইও ধরে রাখেনি দুইবারের চ্যাম্পিয়নরা।

এই ১২ জন ক্রিকেটারকে আবার নিলামে উঠতে হবে। আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ আইপিএলের নিলাম হবে।