সাদা বলের ক্রিকেট খেলে যেতে চান ওয়ার্নার


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ন /
সাদা বলের ক্রিকেট খেলে যেতে চান ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

ডেভিড ওয়ার্নারের বয়স হয়ে গেছে ৩৭। আগামী জানুয়ারিতে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে পারেন। তাহলে সাদা বলের ক্রিকেট নিয়ে তার ভবিষ্যৎ কী? অজি ওপেনার অবশ্য এখনই বিদায় বলছেন না। উড়িয়ে দেননি আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলার সম্ভাবনাও।

অজি তারকা ওয়ার্নার তৃতীয় বিশ্বকাপে খেলছেন। বয়স বেড়ে গেলেও তাকে প্রেরণা জোগাচ্ছেন ব্র্যাড হজ, ক্রিস গেইল ও শোয়েব মালিকরা। যারা ৪০ বছরেও সীমিত ওভারের ক্রিকেট অনায়াসে খেলে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের আগে কলকাতায় ওয়ার্নার নিজের ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘সবাই নিজের জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে… আর আমি নিজেকে এখনও ফিট মনে করছি।’

নিজের লক্ষ্য নিয়ে ওয়ার্নারের কথা, ‘আমার এখন লক্ষ্য হচ্ছে আগামী জুনে ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিজের দৃষ্টি প্রসারিত করা। তার পর আমি সাদা বলের ক্রিকেট নিয়ে হয়তো বিস্তারিত ভাবতে পারবো।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শীর্ষ রান সংগ্রাহক ওয়ার্নার। তুলেছেন ৪৯৯ রান। ফর্মে থাকলেও তিনি আগামী বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নিতে রাজি নন। ফ্রিল্যান্সার হিসেবেই খেলে যেতে চান, ‘‘এটা বলা ভীষণ কঠিন। আমি টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলে যেতে চাই। তাই বলে তরুণ যারা আছে, তাদের কাছ থেকে চুক্তির প্রস্তাব কেড়ে নিতে চাই না। তাছাড়া চুক্তি নিলে তখন স্পন্সর আর অন্যান্য বিষয়ে আইনত বাধ্য হয়ে যেতে হয়। যা মানসিকভাবে খুব যন্ত্রণার। বিশেষ করে আমার যে বয়স সেটা ভাবনায় নিলে।’