স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচ দারুণ জয় পেলেও টানা চারটি হারে খাদের কিনারায় পড়ে তারা। এরপর আবার পরপর দুটি জয়ে তাদের শেষ চারের স্বপ্ন উজ্জ্বল হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ায় কঠিন ও অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।
বেঙ্গালুরুতে ব্ল্যাক ক্যাপরা শ্রীলঙ্কাকে হারিয়ে ১০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে। তারা দুই পয়েন্টে পেছনে ফেলেছে পাকিস্তান ও আফগানিস্তানকে। আগামীকাল শনিবার কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর আজ শুক্রবার আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৮ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে থাকা দুই দলেরই সেমিফাইনালে খেলার সুযোগ আছে। কিন্তু নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে তাদের পার হতে হবে অসম্ভব এক কঠিন পথ।
নিউজিল্যান্ডের নেট রান রেট ০.৭৪৩, পাকিস্তানের ০.০৩৬। নেট রান রেটে কিউইদের পেছনে ফেলতে হলে বাবর আজমদের কঠিন পথ পাড়ি দিতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামলে তাদের জিততে হবে ২৮৭ কিংবা ২৮৮ রানে। আর যদি বোলিং নেয়, তবে জেতা লাগবে ২৮৪ বল হাতে রেখে।
কাগজে কলমে আফগানিস্তানেরও সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে। তাদের রান রেট ঋণাত্মক ০.৩৩৮। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টপকাতে হলে শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে তাদের জিততে হবে ৪৩৮ রান বা তার বেশি ব্যবধানে। একই সঙ্গে আশা করতে হবে পাকিস্তান যেন ইংল্যান্ডের কাছে হেরে যায়।
আপনার মতামত লিখুন :