স্পোর্টস ডেস্ক
৪৮ ঘণ্টার ব্যবধানে টারৌবাতে একেবারে ভিন্ন অবস্থা। ৩৩ ছক্কার চতুর্থ টি-টোয়েন্টিতে রানের বন্যা য় ভেসে গিয়েছিল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়াম। দুই ইনিংস মিলিয়ে দুই দলের রেকর্ড ৪৫৯ রান হয়েছিল। অথচ সেই একই মাঠে দুই ইনিংস মিলিয়ে হলো ২৬৫ রান! লো স্কোরিং ম্যাচ হলেও উত্তেজনার কমতি ছিল না। শাই হোপের ছক্কায় চার উইকেটে ম্যাচটি জিতে ৩-২ এ সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আগে ব্যাটিং করে ইংল্যান্ড মাত্র ১৩২ রান করে। গুডাকেশ মোটির স্পিনে নাকাল সফরকারীরা। আকিল হোসেনও দেখান ঘূর্ণি জাদু। লড়াই ভালোই করেছিল ইংলিশরা। কিন্তু ২২ রানে শেষ ৬ উইকেট হারানোর মাশুল দিতে হয়েছে।
আগের ম্যাচে রেকর্ড দ্বিতীয় সেঞ্চুরি করা ফিল সল্ট এবারও ইনিংসের সেরা ব্যাটার, ৩৮ রান করেন তিনি। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৩৮ ও মঈন আলী ২৩ রান করেন।
মোটি সর্বোচ্চ ৩ উইকেট নেন, দেন ২৪ রান। আকিলের সমান দুটি করে উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার।
লক্ষ্যে নেমে টানা দুই ওভারে ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান ৩৩ রানের মধ্যে বিদায় নেন। ৫৪ রানে আরেকটি উইকেট পড়েছিল। শেরফানে রাদারফোর্ড (৩০) ও হোপ ৪১ রানের জুটিতে ওই ধাক্কা সামলে নেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত হোপের ব্যাটে চড়ে জয় নিশ্চিত হয়। ৪৩ বলে ২ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন তিনি। ইনিংসের চার বল বাকি থাকতে কভার দিয়ে ক্রিস ওকসকে ছক্কা উড়িয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন হোপ। ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান করে স্বাগতিকরা।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নেওয়া উইন্ডিজ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মতো অবস্থায়। রভম্যান পাওয়েলের অধীনে তিনটি টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি জিতলো তারা।
আপনার মতামত লিখুন :