আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইদা মোনা


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ৮:০১ পূর্বাহ্ন /
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইদা মোনা

আশ্রয় ডেস্ক

যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত সোমবার লন্ডনে ওই নির্বাচনে তিনি ১৭৫টির মধ্যে ১৫০ ভোট পেয়েছেন।

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো একজন বাংলাদেশি বিপুল ভোট পেয়ে জয়লাভ করলেন। সৌদি আরবের প্রিন্স খালেদ বিন বন্দর আল সৌদ সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

জাতিসংঘের সমুদ্র বিষয়ক ইস্যুগুলো দেখার জন্য সর্বোচ্চ সংস্থা হচ্ছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। সংস্থাটি জাহাজের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রদূষণ রোধ করাসহ বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে থাকে।