ইনশাল্লাহ খাদ্যের কষ্ট কখনও হবে না: প্রধানমন্ত্রী


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১২:২৭ অপরাহ্ন /
ইনশাল্লাহ খাদ্যের কষ্ট কখনও হবে না: প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছি। যেহেতু ইউক্রেন যুদ্ধের কারণে স্যাংশনে পড়ে দ্রব্যমূল্য বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে। যদিও আমরা তা অনেক কমিয়ে এনেছি। তারপরেও আমরা পারিবারিক কার্ড করে দিচ্ছি যাতে মানুষের খাদ্যের কষ্ট না হয়। ইনশাল্লাহ খাদ্যের কষ্ট কখনও হবে না, কারণ আমরা খাদ্যের উৎপাদন বাড়িয়েছি। যেখানে এক কোটি ৭৯ লাখ মেট্রিক টন ছিল, সেখানে আজ নয় কোটি মেট্রিক টন দানাদার শস্য উৎপাদন করছি।’

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বেলা ৩টা ১০ মিনিটে সভামঞ্চে পৌঁছেন তিনি।

অনাবাদি জমি ফেলে না রাখার আহ্বান জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি করেছি। এ ক্ষেত্রে আপনাদের বলতে চাই, কোনও জমি যেন অনাবাদি পড়ে না থাকে। আমাদের দেশে যেন খাদ্যের কোনও অভাব না হয়। তাই সবাই যার যতটুকু জমি আছে, যেভাবে পারেন আপনারা চাষ করুন। ফসল ফলান, উৎপাদন করুন। নিজের খাদ্যের ব্যবস্থা নিজেরা করেন, সেটাই আমরা চাই।’     

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেন।