আশ্রয় ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৮ জনকে বৈধ এবং ৮ জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১৮ আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির (জাপা) শেরীফা কাদের, কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়া, বিএনএফ-এর আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের হাবিব হাসান, এনপিপি’র জাকির হোসেন ভূইয়া, জাকের পার্টির শরীফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন ও খসরু চৌধুরী।
মনোনয়ন ফরম বাতিল
এক শতাংশ ভোটারের শর্ত পূরণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী জাফর ইকবালকে বাতিল বলে ঘোষণা করা হয়। গ্যাস ও ওয়াসার বিল ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির মফিজুর রহমান, হলফনামা দাখিল না করায় বাংলাদেশ জাতীয় পার্টির সিদ্দিকুর রহমান, মনোনয়ন ফরমে স্বাক্ষরকারীর দেশের বাইরে অবস্থান এবং স্বাক্ষর না মেলায় স্বতন্ত্র প্রার্থী বশির উদ্দিনকে বাতিল করা হয়। মনোনয়ন ফরমের তথ্যানুযায়ী স্বাক্ষরকারীদের নির্ধারিত ঠিকানায় পাওয়া না যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আআনিসুর রহমান, স্বাক্ষরকারীদের নির্ধারিত ঠিকানায় না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম তোফাজ্জলকে, হলফনামায় স্বাক্ষর না করায় তৃণমূল বিএনপি’র সিরাজুল ইসলাম এবং জেডিপি’র ফাহমিদা হক সুকন্যার মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়।
ইসির তফসিল অনুযায়ী, গত ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় শেষ হয়। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন ফরম ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু করেন। ৪ ডিসেম্বর পর্যন্ত এ বাছাই চলবে। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।
প্রসঙ্গত, এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।
আপনার মতামত লিখুন :