আসাদুজ্জামান (আসাদ)
মিরপুরের দিয়াবাড়ি এলাকায় মরিয়ম (৬) নামের এক ছাত্রীকে দুষ্টুমি করার কারনে রায়হান নামে দারুত তাকওয়া মডেল মাদ্রাসার এক শিক্ষককে আটক করে দারুসসালাম থানা পুলিশ। ৯৯৯ এ ফোন করে মেয়ের মা ও বাবা দাবি করে ঐ মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে। সাজানো এমন ঘটনায় স্থানীয় জনগন ফুঁসে উঠে ও হুজুরের মুক্তির দাবিতে থানার সামনে জড়ো হয়। এসময় ঘটনার বিষয়ে থানার ৫০ গজ সামনে গোলারটেক মাঠের গেইটে হঠাৎ এস আই আমিনুল ছুটে এসে দৈনিক প্রতিদিন খবর এর বিশেষ প্রতিনিধি আব্দুস সালাম মিতুল ও নাগরিক টেলিভিশন এর এফ.আই.আর সদস্য সাজেদুর রহমান সাজুকে ধাক্কাধাক্কি করে ও গালমন্দ করে। বারবার গণমাধ্যমকর্মী পরিচয় দিলেও ঐ এস আই ও তার সাথে থাকা আনসার সদস্য সাংবাদিকদের মারধর করেন। এ ঘটনায় স্থানীয়দের রোষানলে পড়ে মাদ্রাসা শিক্ষককে ছেড়ে দেয় থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :