নির্বাচনের পরের দিন চট্টগ্রামে ৩৬২ মোটরসাইকেল আটক


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৩:১৮ অপরাহ্ন /
নির্বাচনের পরের দিন চট্টগ্রামে ৩৬২ মোটরসাইকেল আটক

আশ্রয় ডেস্ক

চট্টগ্রাম মহানগর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় ৩৬২টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব গাড়ি আটক করা হয়।
ট্রাফিক বিভাগ জানায়, গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী, অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই সঙ্গে, ৫ জানুয়ারি শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি সোমবার মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া বলেন, নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি চালানোর অপরাধে আজ ৩৬২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।