আশ্রয় ডেস্ক
জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় ১ লাখ ৬৭ হাজার মানুষকে ভাতার আওতায় আনা হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় আরো জানানো হয়েছে, জেলায় ২৬১ টি কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যাক্রম চলমান রয়েছে, ২৩ নভেস্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং পাবনায় মাটি ও সার পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে।
জেলার সুজানগর বিল গাজনায় কচুরী পানার কারণে ফসল উৎপাদনে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই কচুরী পানা নির্মূলে বিশেষ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে আজকের সভায়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. অতুল মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আকসাদ আল মাসুর আনন, সরকারী এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক এসএম ফরিদ, সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আল মাহমুদ , চাটমোহর পৌর মেয়র শাখাওয়াত হোসেন সাখো, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট অধিদপ্তরের এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিএডিসি’র এডি (বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম ও বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :