
আশ্রয় ডেস্ক
বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া) এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে কেরানিগঞ্জের আবদুল্লাহপুরের পলাশপুরে এ ঘটনা ঘটে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরের দিকে ইসলামপুর পরিবহন নামে একটি বাস ঢাকা থেকে কুয়াকাটা উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজায় কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিটে পাঠায়।
খবর পেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । ক্ষতিগ্রস্ত বাসটি ইতিমধ্যে সড়িয়ে নেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, ইসলামপুর নামের একটি পরিবহনের বাস দুপুরে ধলেশ^রী টোল বুথে পৌঁছলে বাসটিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বাসসকে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বাসে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :