বাণিজ্য মেলা পেছাবে, উদ্বোধন করবে নতুন সরকার


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:৫২ অপরাহ্ন /
বাণিজ্য মেলা পেছাবে, উদ্বোধন করবে নতুন সরকার

আশ্রয় ডেস্ক

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। এ কারণেই ২০২৪ সালের প্রথম দিন ১ জানুয়ারি উদ্বোধন হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্বাচন ও সরকার গঠনের পরে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কবে নাগাদ শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেদিনই শুরু হবে সেদিন থেকেই পরবর্তী এক মাসব্যাপী চলবে এই মেলা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে নিজ নির্বাচনি এলাকা রংপুরে অবস্থানরত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এখন তো সারা দেশে নির্বাচনি আমেজ বিরাজ করছে। সবাই তো এখন নির্বাচনমুখী। তাই এবার পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে না।

তিনি জানিয়েছেন, মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইপিবি। উদ্বোধনের তারিখ নতুন সরকার গঠনের পরে বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি।  

তবে ইপিবি জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করার প্রস্তুতি রয়েছে। তবে তা নির্ধারিত হবে নতুন সরকার গঠনের পরে।

জানা গেছে, গত দুই বছর ধরে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে বাণিজ্য মেলা। এ বছর অর্থাৎ ২০২৪ সালেও তৃতীয়বারের মতো সেখানেই বসছে বাণিজ্য মেলা। সেখানে এখন চলছে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ। মেলার কাজ প্রায় শেষ।