বিয়ের আকদ ভেঙে যাওয়ায় ফাঁস লাগিয়ে তরুণীর মৃত্যু


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন /
বিয়ের আকদ ভেঙে যাওয়ায় ফাঁস লাগিয়ে তরুণীর মৃত্যু

আশ্রয় ডেস্ক

রাজধানীর মুগদায় বিয়ের আকদ (এনগেজমেন্ট) ভেঙে যাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্বপ্না আক্তার (২২) নামে এক তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতাল থেকে মঙ্গলবার বিকালে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতো। পারিবারিকভাবে এক ছেলের সঙ্গে তার আকদ হয়েছিল। পরে ছেলের পক্ষ থেকে আবার তা ভেঙে দেওয়া হয়। এ কারণে হয়তো অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে।

তবে এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বলা যাবে বলে জানান এসআই।

স্বপ্নার বাবা পরিবহনশ্রমিক মো. আব্দুল কুদ্দুস শেখ ও মা মাকসুদা বেগম। তারা গ্রিন মডেল টাউনে একটি বাসায় ভাড়া থাকতো।