রাজধানীর হাজারীবাগে ২০২২ সালের ২৩ জুন খুন হন আকলিমান নেছা (৭০)। ভাগনে বশিরুল হকের (৫২) বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আকলিমানের মরদেহ ম্যাট্রেসে (তোশক) ঢাকা ছিল। তাঁর হাত, মুখ ও পা বাঁধা ছিল কালো স্কচটেপে।
আপনার মতামত লিখুন :