সমাজে সবাই যেন সমান মর্যাদা পায় : আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ড. কাজী খলীকুজ্জামান


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন /
সমাজে সবাই যেন সমান মর্যাদা পায় : আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ড. কাজী খলীকুজ্জামান

আশ্রয় ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবুর “শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজ মঙ্গলবার উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মূল ক্যাম্পাসে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, আমাদের দেশটায় যেন এমন একটি সমাজ হয়, যে সমাজে সবাই সমান মর্যাদা পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাছিম আখতার। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করনে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ।
প্রদর্শনী আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন উন্মুক্ত থাকবে।