আশ্রয় ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত এবং স্পিকারসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ সংসদ সদস্য প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত ড. শিরীন শারমিন চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নূর আলম যাদু মিয়া (লাঙ্গল), ন্যাশনাল পিপলস্ পার্টির হুমায়ুন ইজাজ (আম) এবং কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী। তাদের ১ পারসেন্ট ভোটারের সই না মেলায় মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ দিকে তৃণমূল বিএনপি’র প্রার্থী ইকবাল হোসেন মামলার তথ্য গোপন করায় এবং অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. মাহবুল আলম ফরম সঠিকভাবে পূরন না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। জাকের পার্টির প্রার্থী বেদারুল ইসলাম আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার প্রার্থীতা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।
আপনার মতামত লিখুন :