অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই বাংলাদেশ, টিকে থাকলো ভুটান


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ১২:১১ অপরাহ্ন /
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই বাংলাদেশ, টিকে থাকলো ভুটান

আশ্রয় ডেস্ক

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নেই’। ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য টিকে আছে ১৫টি ছবি। এর মধ্য থেকে পাঁচটি চলচ্চিত্র অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এবারের আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (ইংরেজির বাইরের ভাষা) বিভাগে এবার ৮৮টি দেশের চলচ্চিত্র জমা পড়ে। এরমধ্যে বাংলাদেশ থেকে ছিল মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত প্রথম ছবি ‘পায়ের তলায় মাটি নেই’। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা শাখায় এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর ভারতের গোয়ায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫২তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণময়ূরের দৌড়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা শাখায় ছিল এটি।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবির গল্পে জলবায়ু পরিবর্তনের তীব্র পরিণতির প্রেক্ষাপটে দরিদ্র অ্যাম্বুলেন্স চালক সাইফুলকে দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিক দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়। আবু শাহেদ ইমনের প্রযোজনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, দীপান্বিতা মার্টিন, প্রিয়াম অর্চি প্রমুখ। ছবিটির আবহ সংগীত করেছেন ইমন চৌধুরী।

সংক্ষিপ্ত তালিকায় থাকা ১৫টি ছবি

৯৬তম অস্কারে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ভুটানের পাও চয়নিং দর্জি পরিচালিত ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। আমেরিকার ৫০তম টেল্লুরাইড চলচ্চিত্র উৎসবে এর উদ্বোধনী প্রদর্শনী হয় গত ১ সেপ্টেম্বর। এরপর কানাডায় ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেন্টারপিস শাখায় এটি দেখানো হয়েছে। আর অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা শাখায় ছবিটির আরেকটি প্রদর্শনী হয়েছে।

পাও চয়নিং দর্জির মাধ্যমেই অস্কারে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রথমবার মনোনয়ন পায় ভুটান। ২০২১ সালে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তার পরিচালিত প্রথম ছবি ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’ চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নেয়। 

‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’ হলো পাও চয়নিং দর্জি পরিচালিত দ্বিতীয় ছবি। এটি তৈরি হয়েছে ২০০৬ সালের পটভূমিতে। ভুটান তখন রাজতন্ত্র থেকে গণতন্ত্রে রূপ নিয়েছে মাত্র। ফলে প্রথমবারের মতো ভোটাধিকার পান দেশটির নাগরিকেরা। তাদের মধ্যে পাহাড়ঘেরা প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের সুষ্ঠুভাবে ভোট দেওয়া শেখাতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অনুশীলন হিসেবে একটি নকল নির্বাচন আয়োজন করে। এমন সময় একটি মূল্যবান পুরোনো রাইফেলের খোঁজে ভুটানে আসেন একজন আমেরিকান। তার সঙ্গে উরা শহরে এক সন্ন্যাসীর সাক্ষাৎ হয়। তাদের পথচলার আবহে পাহাড়ি মানুষের ঐতিহ্য ও সংস্কৃতি উঠে এসেছে গল্পে।

এবারের সংক্ষিপ্ত তালিকায় ভুটান ছাড়াও এশিয়ার জাপানের নাম আছে। তবে দেশটির পাঠানো ‘পারফেক্ট ডেজ’ পরিচালনা করেছেন জার্মানির ভিম ভেন্ডার্স। ৭৬তম কান উৎসবে সেরা অভিনেতার (কোজি ইয়াকুশো) পুরস্কার ও ইকুমেনিকাল জুরি প্রাইজ জিতেছে ছবিটি।

৯৬তম অস্কারে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা ১৫টি ছবির মধ্যে প্রায় সবই কান, ভেনিস, বার্লিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। ৭৬তম কান উৎসবে গ্রাঁ প্রিঁ, ফিপরেসি, সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শব্দ) এবং কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড জিতে নেওয়া জনাথন গ্লেজারের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য), জুরি প্রাইজ এবং আর্টহাউস সিনেমাস প্রাইজে স্পেশাল মেনশন পাওয়া আকি কাউরিসমাকির ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), সেরা পরিচালক হওয়া ফরাসি-ভিয়েতনামিজ নির্মাতা ট্র্যান আন হাংয়ের ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স) আছে অস্কারের সংক্ষিপ্ত তালিকায়।

কানের ৭৬তম আসরের আঁ সাঁর্তা রিগা বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয়ী আসমা এল মুদির পরিচালিত ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), গোল্ডেন আই (বর্ষসেরা প্রামাণ্যচিত্র), ফ্রাঁসোয়া শ্যালে প্রাইজ এবং সিটিজেনশিপ প্রাইজ জয়ী কাউথার বেন হানিয়ার ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া) এবং ৭৫তম কান উৎসবের আঁ সাঁর্তা রিগা বিভাগে নির্বাচিত হিলনুর পালমাসনের ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড) জায়গা পেয়েছে অস্কারের সংক্ষিপ্ত তালিকায়।

এছাড়া আছে ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে সেরা পরিচালক ও সেরা নবীন অভিনয়শিল্পী পুরস্কার পাওয়া মাত্তেও গারোনের ‘ইও ক্যাপিতানো’ (ইতালি), মূল প্রতিযোগিতায় থাকা নিকোলাই আর্সেলের ‘দ্য প্রমিসড ল্যান্ড’ (ডেনমার্ক) এবং উৎসবটির সমাপনী চলচ্চিত্র ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ৭৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় থাকা লিলা আভিলেসের ‘তোতেম’ (মেক্সিকো), প্যানোরামা বিভাগে নির্বাচিত ইলকার কাতাকের “দ্য টিচার্স’ লাউঞ্জ” (জার্মানি), সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সানড্যান্স বিশ্ব সিনেমা প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় জয়ী মিস্তিস্লাভ চেরনোভের ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) এবং আমেরিকার উডস্টক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র পুরস্কার পাওয়া ‘আমেরিকেৎসি ’।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ছবিগুলোর মধ্যে চারটি অন্য বিভিন্ন বিভাগের সংক্ষিপ্ত তালিকায় পৌঁছেছে। জে. অ্যা. বেয়োনা পরিচালিত নেটফ্লিক্সের ‘সোসাইটি অব দ্য স্নো’ রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক সুর এবং ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছে। একইভাবে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ মৌলিক সুর এবং শব্দ বিভাগেও স্থান করে নিয়েছে। সেরা প্রামাণ্যচিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকাতেও আছে ‘ফোর ডটার্স’ এবং ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’।

৯৬তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা

* আমেরিকেৎসি (আর্মেনিয়া)
* দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান (ভুটান)
* দ্য প্রমিসড ল্যান্ড (ডেনমার্ক)
* ফলেন লিভস (ফিনল্যান্ড)
* দ্য টেস্ট অব থিংস (ফ্রান্স)
* দ্য টিচার্স’ লাউঞ্জ (জার্মানি)
* গডল্যান্ড (আইসল্যান্ড)
* ইও ক্যাপিতানো (ইতালি)
* পারফেক্ট ডেজ (জাপান)
* তোতেম (মেক্সিকো)
* দ্য মাদার অব অল লাইস (মরক্কো)
* সোসাইটি অব দ্য স্নো (স্পেন)
* ফোর ডটার্স (তিউনিসিয়া)
* টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (ইউক্রেন)
* দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)

মৌলিক সুর ও মৌলিক গান

৯৬তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়া বাকি বিভাগগুলোর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ১৫টি প্রামাণ্য চলচ্চিত্র (জমা পড়েছে ১৬৭টি), ১৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র (জমা পড়েছে ১১৪টি), রূপসজ্জা ও চুলসজ্জা (১০টি চলচ্চিত্র), ১৫টি মৌলিক সুর (জমা পড়েছে ১৪৮টি), ১৫টি মৌলিক গান (জমা পড়েছে ৯৪টি), ১৫টি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি (জমা পড়েছে ৯৩টি), ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (জমা পড়েছে ১৮৭টি), শব্দ (১০টি) এবং ভিজ্যুয়াল ইফেক্টস (১০টি)।

মৌলিক সুর বিভাগের সংক্ষিপ্ত তালিকায় ‘সোসাইটি অব দ্য স্নো’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছাড়াও আছে ‘আমেরিকান ফিকশন’, ‘আমেরিকান সিম্ফোনি’, ‘বার্বি’, ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’, ‘দ্য কালার পার্পল’, ‘এলেমেন্টাল’, ‘দ্য হোল্ডওভারস’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ওপেনহাইমার’, ‘পুয়োর থিংস’, ‘সল্টবার্ন’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’।

মৌলিক গান বিভাগে ব্লকবাস্টার ছবি ‘বার্বি’র আছে তিনটি। এগুলো হলো ‘ড্যান্স দ্য নাইট’ (দুয়া লিপা, মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়ায়েট, কারোলিন আইলিন),  “আই’ম জাস্ট কেন” (মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়ায়েট) এবং ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)। দুটি করে গান আছে ‘দ্য কালার পার্পল’ (কিপ ইট মুভিন, সুপারপাওয়ার ওয়ান) ও ‘ফ্লোরা অ্যান্ড সান’ (হাই লাইফ, মিট ইন দ্য মিডল) ছবির। এছাড়া আছে ‘রাস্টিন’ ছবির ‘রোড টু ফ্রিডম’ (লেনি ক্রাভিৎজ), ‘ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে’ (আমেরিকান সিম্ফোনি), ‘ডিয়ার অ্যালিয়েন হু আর্ট ইন হ্যাভেন’ (অ্যাস্টেরয়েড সিটি), ‘কোয়ায়েট আইস’ (পাস্ট লাইভস), ‘ওয়াহজাজে-অ্যা সং ফর মাই পিপল’ (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ‘কান্ট ক্যাচ মি নাউ’ (দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস), ‘অ্যাম আই ড্রিমিং’ (স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স) এবং ‘দ্য ফায়ার ইনসাইড’ (ফ্লেমিন হট)।

ভিজ্যুয়াল ইফেক্টস

৯৬তম অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকায় ‘সোসাইটি অব দ্য স্নো’ ছাড়াও আছে ‘দ্য ক্রিয়েটর’, ‘গডজিলা মাইনাস ওয়ান’, ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’, ‘মিশন: ইমপসিবল – ডেড রেকোনিং পার্ট ওয়ান’, ‘নেপোলিয়ন’, ‘পুয়োর থিংস’, ‘রেবেল মুন – পার্ট ওয়ান: অ্যা চাইল্ড অব ফায়ার’ এবং ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’।

অস্কারের ভোটার

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকা নির্বাচনে ভোট দিয়েছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সব শাখার সদস্যরা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের বেলায় এমন নিয়ম এবারই হলো। বাকি আটটি বিভাগের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত হয়েছে সংশ্লিষ্ট শাখার সদস্যদের ভোটে। যেমন– প্রামাণ্য চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে প্রামাণ্যচিত্র শাখার সদস্যরা, রূপসজ্জা ও চুলসজ্জা বিভাগে রূপসজ্জা ও চুলসজ্জা শাখার সদস্যরা, মৌলিক সুর ও মৌলিক গান বিভাগে সংগীত শাখার সদস্যরা, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি বিভাগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার অ্যানিমেশন শাখার সদস্যরা, শব্দ বিভাগে শব্দ শাখার সদস্যরা এবং ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে ভিজ্যুয়াল ইফেক্টস শাখার সদস্যরা ভোট দিয়েছেন।  

চূড়ান্ত মনোনয়নের সময়

২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের ভোটগ্রহণ হবে। ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২৩ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ১০ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।