‘অ্যানিমেল’ বিতর্কে অনুরাগ কাশ্যপের ভিন্ন ব্যাখ্যা


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ১:৫৪ অপরাহ্ন /
‘অ্যানিমেল’ বিতর্কে অনুরাগ কাশ্যপের ভিন্ন ব্যাখ্যা

বিনোদন ডেস্ক

শুধু ভারত নয়, বরং সিনেমার বিশ্ব বাজারে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম ‘অ্যানিমেল’। বলিউডের এই ছবি চুটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। মাত্র ১০ দিনেই এর বৈশ্বিক কালেকশন ছাড়িয়ে গেছে ৭০০ কোটি রুপি। যে গতিতে এগোচ্ছে, তাতে ছবিটি হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু এই অসামান্য সাফল্যের ভিড়ে তীব্র সমালোচনাও হচ্ছে ‘অ্যানিমেল’ নিয়ে। অনেকেরই অভিযোগ, ছবিটিতে নারীবিদ্বেষ ও অতিরিক্ত সহিংসতা দেখানো হয়েছে। নারীদের কেবল ‘যৌনপুতুল’ হিসেবে প্রদর্শন করা হয়েছে বলেও কারও কারও অভিযোগ।

যদিও বিতর্ক নিয়ে ছবির নির্মাতা-শিল্পীরা কেউ কিছু বলছেন না। তবে বিভিন্ন ইন্ডাস্ট্রির ব্যক্তিদের আলোচনায় উঠে আসছে প্রসঙ্গটি। এই যেমন এবার বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ ‘অ্যানিমেল’ বিতর্কে নিজের ব্যাখ্যা জানালেন। তার মতে, সব ধরনের সিনেমাই নির্মিত হয় এবং হওয়া উচিত।

গত ৫ ডিসেম্বর শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত ‘কেনেডি’ ছবি নিয়ে অংশ নিয়েছেন অনুরাগ। রবিবার (১০ ডিসেম্বর) ছবিটি প্রদর্শিত হয়েছে উৎসবে। সেই সুবাদেই কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের মুখোমুখি হন।

‘অ্যানিমেল’ প্রসঙ্গ তুলতেই অনুরাগ কাশ্যপ বলেন, “এখানে সব ধরনের সিনেমাই তৈরি করা হয়। আমাদের সমাজেই তো নারীদের পণ্য হিসেবে দেখা হয়। আর কে, কীভাবে, কী বলছে, বিষয়টা তার ওপর নির্ভর করছে। অর্থাৎ এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি যখন ‘দেব ডি’ করেছিলাম; সেই ছবি নিয়ে ছেলেদের প্রবল আপত্তি ছিল। আবার ছবিটা মেয়েদের খুব ভালো লেগেছিল। সেজন্যই বলছি, প্রত্যেক মানুষের কথা বলার অধিকার রয়েছে।”

সিনেমার বাণিজ্যিক দিকটাও নজরে আনলেন অনুরাগ কাশ্যপ। তার ভাষ্য, ‘নারীবাদী সিনেমা নির্মিত হলে ক’জন দেখতে যান? আমি তো দেখছি উসকানিমূলক ছবি নিয়েই চর্চা বেশি হয়। আর চর্চা হওয়াটা জরুরি। চর্চা, আলোচনা হলেই মানুষের মধ্যে সচেতনতা আসে।’

উল্লেখ্য, ‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, ববি দেওল প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে টি-সিরিজ।