আশ্রয় ডেস্ক
আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে (শারমিন আক্তার নিপা) শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচারণা শুরু করায় তাকে তলব করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে এই নায়িকাকে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়েছে, প্রার্থিতা ফিরে পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) প্রার্থী মাহিয়া মাহি সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ করে প্রচারণা শুরু করেছেন। ফেসবুকে ভোট চাওয়ার পোস্টার সম্বলিত বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এছাড়া বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘণ করে প্রতীক বরাদ্দের আগেই গোদাগাড়ী উপজেলার চরআযারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনি প্রচার শুরু করেছেন এবং ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এর মাধ্যমে তিনি বিধিমালা লঙ্ঘণ করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
চিঠিতে মাহিয়া মাহিকে ১৭ ডিসেম্বর সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব জমা দিতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :