গান নয়, যেন মুগ্ধতা ঢেলে দিলেন তারা (ভিডিও)


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ন /
গান নয়, যেন মুগ্ধতা ঢেলে দিলেন তারা (ভিডিও)

বিনোদন রিপোর্ট

ইমন চৌধুরী মানে এমন কিছু, যা বরাবরই ব্যতিক্রম ও মুগ্ধকর। ফরমায়েশি গানে তার নিজস্বতার ছাপ যেমন স্পষ্ট, একান্ত গানেও তিনি যেন দিগন্ত ছাড়িয়ে যান। যেটার প্রমাণ মিলেছে ‘মায়া রে তুই মায়া’ কিংবা ‘পুবান হাওয়া’র মতো অনাড়ম্বর গানেও।

তেমনই একটি গান নিয়ে ফের হাজির ইমন চৌধুরী। যেটার শিরোনাম ‘আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না’। নাম শুনলেই যে কারোর মনে আলগোছে একটি ধাক্কা লাগবে। আর ইমনের সুর-সংগীতে গানটি ঋতুরাজ ও নন্দিতা যেভাবে গেয়েছেন, তাতে এক মুহূর্তের জন্য শ্রোতামনে নীরবতার নহর বয়ে যেতে পারে। 

এই ফাঁকে বলা দরকার, ঋতুরাজ ও নন্দিতা জুটি বেঁধে ‘কোক স্টুডিও বাংলা’র অত্যন্ত প্রশংসিত গান ‘বুলবুলি’ গেয়েছেন। এছাড়া একই আয়োজনে নন্দিতার কণ্ঠে ‘দাঁড়ালে দুয়ারে’ গানটিও সাড়া পেয়েছে।

‘তুমি সময় করে এসো আমার ঘরে/ আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে/ আমার ঘরে কভু উনুন জ্বলে না/ আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না’-এমন কথায় গানটি গেঁথেছেন রোহিত সাধুখাঁ।

নতুন গানটি ইমন চৌধুরীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হয়েছে। না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা জাঁকজমক মিউজিক ভিডিও বানাননি। একটি অ্যানিমেটেড লিরিক্যাল ভিডিও হিসেবেই গানটিকে শ্রোতাদের কানে তুলে দিলেন। ভিডিও বানিয়েছেন বাপ্পা দে।

ইমন চৌধুরী গানটি নিয়ে ইমন চৌধুরী বলেছেন, ‘এটি আমাদের হৃদয়ের খুব কাছের একটি গান। ঋতুরাজ ও নন্দিতা ভীষণ আদর দিয়ে গেয়েছেন। কিছু গান থাকে, যেগুলো একান্ত নিজের কাছেই রেখে দিতে মন চায়। এটা সেরকমই। বলতে পারেন, এটা শ্রোতাদের জন্য আমাদের ভালোবাসার উপহার।’

এদিকে প্রকাশের পর থেকেই ভূয়সী প্রশংসায় ভাসছে গানটি। সংগীতশিল্পী বেলাল খান মন্তব্য করেছেন, ‘আহা কী সুন্দর, অদ্ভুত’, সংগীত পরিচালক মীর মাসুমের মন্তব্য, ‘অদ্ভুত সুন্দর সৃষ্টি ইমন’। সাধারণ শ্রোতারা তো বটেই, এছাড়া অভিনেত্রী মৌসুমী হামিদ, সংগীত পরিচালক জেকে মজলিশসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ইমন চৌধুরীর শুরুটা জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ দিয়ে। তবে চলতি বছরের শুরুর দিকে ব্যান্ডটি থেকে সরে আসেন তিনি এবং একক ক্যারিয়ারে নজর দেন। নিজের একটি সংগীতদল গঠন করে বিভিন্ন কনসার্ট করেন, সেই সঙ্গে বিভিন্ন সিনেমার সংগীত পরিচালনার কাজও করছেন তুমুল ব্যস্ততায়।